চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের শুনানি আগামী মঙ্গলবার। রোববার মহানগর দায়রা জজ আদালত এ দিন ধার্য করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী তাপস পাল গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে গত বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির জামিন আবেদনের শুনানি দুই দিনের মধ্যে কেন হবে না- এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। এরপর আজ আদালত পরীমনির জামিন আবেদনের শুনানি ১৩ই সেপ্টেম্বর থেকে ৩১শে আগস্ট নির্ধারণ করালো হাইকোর্ট।
গত ৪ আগস্ট পরীমনিকে বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র্যাব। এরপর তিন দফায় পরীমনিকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গত ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি।
গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন। পরের দিন নির্ধারিত সময়ের আগে শুনানি চেয়ে আবেদন করেন আইনজীবী মো. মজিবুর রহমান। কিন্তু আদালত তার আবেদন গ্রহণ করেনি। পরে নিম্ন আদালতের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পরীমনির আইনজীবী।