ইয়েমেনের বৃহ্ত্তম ঘাঁটিতে হাউছি হামলা : ৩০ সৈন্য নিহত

Slider সারাবিশ্ব

সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি সামরিক ঘাঁটিতে রোববার হাউছি হামলায় অন্তত ৩০ সৈন্য নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সশস্ত্র ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লাহিজ প্রদেশের আন-আনাদ সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব জানিয়েছেন।

অধিবাসীরা জানান, তারা বেশ কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সৌদি-নেতৃত্বাধীন সামরিক কোয়ালিশন (আন্তর্জাতিকভাবে তারাই স্বীকৃত সরকার) ও ইরানি মিত্র হাউছিদের মধ্যে ২০১৪ সাল থেকে লড়াই চলছে। ওই সময় বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়।

হাউছিলা ২০১৯ সালে জানায়, তারা সামরিক প্যারেড চলাবালে আন-আনাদে একটি ড্রোন হামলা চালিয়েছে।

স্থানটি ইয়েমেনের দ্বিতীয় রাজধানী ইডেন থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এখানে ২০১৪ সালের মার্চ পর্যন্ত আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধে দূর পাল্লার ড্রোন এখন থেকেই নিয়ন্ত্রণ করত মার্কিন বাহিনী। ২০১৪ সালে হাউছিরা ঘাঁটিটি দখল করেছিল। তবে ২০১৫ সালে সরকারি বাহিনী তা পুনর্দখল করে।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *