গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী। রাত পৌনে ৮টায় ৯ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে যান তিনি। এসময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কার্যালয়ে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর চলে যান তিনি। ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের নাসরিক সিদ্দিকী বলেন, চলমান সঙ্কট নিরসনে দুই নেত্রীর সংলাপের দাবিতে আমার স্বামী দীর্ঘদিন ধরে অনশন করছেন। তাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাকে প্রবেশের অনুমতি দেয়নি।