খেলাঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আজ মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ২৩ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়াকে।
প্রথমে ব্যাট করতে নেম বাংলাদেশ করেছিল ৭ উইকেটে ১৩১ রান। জবাবে অস্ট্রেলিয়া ১০৮ রানে অল আউট হয়ে যায়।
বঙ্গবন্ধু টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মিরপুর স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেছিল ৭ উইকেটে ১৩১ রান। দলের পক্ষে সাকিব ৩৬, নাঈম শেখ ৩০, আফিফ ২৫ ও দলনেতা মাহমুদউল্লাহ ২০ রান করেন। টিম অষ্ট্রেলিয়ার পক্ষে বল হাতে হাজলেউড নেন ২৩ রানে ৩ উইকেট।
জবাবে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ১০৮ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে মিচেল মার্চ সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করেন। বল হাতে বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ৪টি, শরিফুল ২টি, কার্টার মাস্টার ২টি ও বিশ্বসেরা সাকিব নেন ১টি উইকেট।
ম্যাচে নাসুম আহমেদ ১৯ রানে ৪ উইকেট সংগ্রহ করাই ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
এই জয়ে ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১ -০ তে এগিয়ে গেল।