বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতালের মধ্যে বৃহস্পতিবার এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই সোহেল রানা জানান, সন্ধ্যা ৬ টার দিকে রোকেয়া হলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে সাফে আলম (২৫) নামে এক রিকশাচালক আহত হন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোয়েল চত্ত্বরে একটি ককটেল বিস্ফোরণে নুরুল আমিন (৩২) ও মিনজু মিয়া (৫০) নামে দুইজন আহত হন। রাত পৌনে ৮টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে একটি ককটেল বিস্ফোরণে আহত হন দুই ব্যক্তি।
এসআই সোহেল রানা জানান, এছাড়া রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, শহীদ মিনার ও শামসুন্নাহার হলের সামনে একটি করে এবং রাত ৮টার দিকে একটি ককটেল বিস্ফোরণে সোহেল (২৮) নামে এক চায়ের দোকানদার আহত হন। আহদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।