আলোর ঝলকানি হয়তো দেখা যাবে: ওবায়দুল কাদের

Slider জাতীয়
image_169475.obaidul kader 3
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা যে কোনো সময় কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজনীতির অন্ধকার কেটে কোনো সময় হয়তো আলোর ঝলকানি দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তবে বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, ‘এখনও সংলাপের পরিবেশ নেই।’
তবে যে কোনো সময় রাজনৈতিক সঙ্কট সমাধানের পথ তৈরি হতে পারে বলে আশাবাদী এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, ‘আমার মনে হয় ছোট ছোট ব্যাপার থেকে বড় বড় সুযোগ আসতে পারে। আমাদের দেশে ঝড় আসে, ঝঞ্জা আসে, অন্ধকার আসে; আবার চলেও যায়। আমার মনে হয়, অন্ধকারের মধ্যে আলোর ঝলকানি হয়তো কোনো সময় দেখা যাবে।’
সংলাপের দুয়ার বন্ধের জন্য বিএনপি নেত্রীকে দায়ী করেন এই মন্ত্রী। খালেদা জিয়ার ছোট ছেলে মারা যাওয়ার পর প্রধানমন্ত্রীকে গুলশান কার্যালয়ে ঢুকতে না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সেদিন প্রধানমন্ত্রীর জন্য দরজা বন্ধ করা হয়নি, সংলাপের জন্য দরজা বন্ধ করা হয়েছে।’
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিদের উদ্বেগ থাকবেই। কারণ তাদের অনেকে আমাদের এখানে দাতা, উন্নয়ন সহযোগী। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন নয়। তাদের উদ্বেগ থাকতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *