বনশ্রীতে চলন্ত বাসে পেট্রোল বোমা, হেলপার দগ্ধ

Slider টপ নিউজ

bus-on-fire1

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল সমর্থকরা। এতে মো. বাপ্পি (২৫) নামে ওই বাসের হেলপার গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা।

দগ্ধ বাপ্পি নেত্রকোণার মহনগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর দিয়াবাড়ী মিরপুর এলাকা থাকেন।

দগ্ধ বাপ্পি  বলেন, আলিফ এন্টারপ্রাইজের এ গাড়িটি রামপুরা শ্রীপুর থেকে মিরপুর-১ পর্যন্ত যায়।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বনশ্রী থেকে কিছু যাত্রী নিয়ে রওনা দেয় এ বাসটি। কিন্তু আল রাজী ইসলামী হাসপাতালের সামনে পৌঁছলেই বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। বোমাটি দরজা দিয়ে ভেতরে প্রবেশের সময় হেলপার বাপ্পির গায়ে লাগলে গুরুতরভাবে দগ্ধ হন তিনি।

এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাপ্পির মুখ, হাত-পাসহ শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *