জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টেফান ডুজারিকের বুধবারের প্রেস ব্রিফিং এ বিষয়টি উঠে আসে। তার কাছে এক সাংবাদিক জানতে চান নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে তারানকোর বৈঠকটি কি বাংলাদেশ নিয়ে? জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, অনুমান করে কিছু বলা সম্ভব না। এ বিষয়ে জানা গেলে আপনাদের জানাবো।৫ই জানুয়ারি নির্বাচনের আগে তারানকো বাংলাদেশ সফরে এসেছিলেন। সেসময় তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চালান। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, তারানকো এখনও বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন