ইসমাঈল হোসেন, গাজীপুর: স্টাইল ক্রাফট কারখানার সাত শতাধিক কর্মকর্তা-কর্মচারী বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিন আজ বুধবার চৌরাস্তা- জয়দেবপুর সড়ক অবরোধ করে রেখেছেন। এর আগে গতকাল ১৩ জুলাই মঙ্গলবার দুপুর ১২.০০ টার পরে তারা রাস্তায় বসে পরেন।
সরেজমিন গিয়ে জানা যায়, স্টাইল ক্রাফট কারখানার ৭২২ জন কর্মকর্তা-কর্মচারী গত ৬ মাসের বেশি সময় বেতন পাচ্ছেন না। মালিক পক্ষ কয়েক দফা বকেয়া পরিশোধের সময় নিলেও বকেয়া পরিশোধ করেননি। অবরোধকারীরা জানান, বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে উক্ত কারখানা ৪ হাজার শ্রমিক তাদের পাওনা আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। চলমান লকডাউনে এই ব্যস্ত সড়ক অবরোধ থাকায় চরম ভোগান্তিতে পরেছেন অফিসগামী পথচারীরা ।