ইসমাঈল হোসেন গাজীপুরঃ “আগুনে পুড়ে শ্রমিক মরে, শ্রম কর্তারা কি করে” এই স্লোগানে নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক পুড়িয়ে হত্যার দায়ে কারখানার মালিকের উপযুক্ত শাস্তি এবং আই এল ও কনভেনশন ১২১ অনুযায়ী আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ জুলাই, রবিবার বিকাল ৩.০০ ঘটিকায়, গাজীপুর চান্দনা চৌরাস্তায়, জাগ্রত চৌরাঙ্গী সংলগ্ন চৌরাস্তা-জয়দেবপুর সড়কে এই মানববন্ধন হয়।
গাজীপুর শ্রমজীবী পরিষদ এর উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন, মোঃ কফিল উদ্দিন, সভাপতি, গাজীপুর শ্রমজীবী সমন্বয় পরিষদ।
শ্রমজীবী সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক, আসাদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোর্শেদ আলম কাউছার, শাহজাহান সিরাজ, ফরিদা পারভীন, রেবেকা সুলতানা, নজরুল ইসলাম,আব্দুল আজিজ ও জাহাঙ্গীর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি করেন।