টঙ্গীতে পোশাক কারখানায় শ্রমিক অশোন্তোষ পুলিশের লঠিতে আহত ৫

জাতীয় ঢাকা সারাদেশ

Gazipur_
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
টঙ্গী: শিল্পনগরী টঙ্গীতে বিদেশী মালিকানাধীন তৈরী পোশাক কারখানা হোপলোনে, নারী শ্রমিকের সাথে অশালিন ব্যাবহার ও নানা দাবিতে আজ ২য় দিনেও শ্রমিক বিক্ষোভ অব্যাহত আছে।

এ সময় কারখানার ভিতরে প্রবেশ করে শিল্পপুলিশের ছোড়া টিয়ার গ্যাস ও লাঠির আঘাতে বেশ কয়েকজন নারী শ্রমিক আহত হয়। আন্দোলরত বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, সকালে কারখানায় কর্মরত শ্রমিকরা যথারীতী কাজ  বন্ধ করে  দাবি পুরনের লক্ষে শান্তিপুর্ন কর্মবিরতি পালন করছিল । এ সময় হঠাৎ করে শিল্পপুলিশ কারখানার ভিতর প্রবেশ কওে, শ্রমিকদের লক্ষকরে টিয়ার সেল নিক্ষেপ সহ নির্বিচারে লাঠিচার্জ করে । এ সময় হুড়াহুড়ি করে বাহিরে আসতে গিয়ে বেশ কয়েক জন নারী শ্রমিক গুরুতর অহত হয়।

উত্তেজিত শ্রমিকরা এ সসময় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ শমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিক অশোন্তোশের এ খবরে স্থানিয় সংবাদকর্মিরা ছবি তুলতে গেলে বাধা দেয় কারখানা কতৃপক্ষ। এ দিকে ঈদকে সামনে রেখে আশেপাশের কারখানায় শ্রমিক অশোন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোপলোন কারখানাটি ছুটি ঘোষনা করে এবং কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *