বাংলাদেশে জঙ্গীবাদ থাকবে না হয় আমরা থাকবো

Slider টপ নিউজ ঢাকা রাজনীতি সারাবিশ্ব

information minister----g

ষ্টাফ করেসপনডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪ .কম

গাজীপুর অফিস: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, খালেদা জিয়া গনতন্ত্রের নেত্রী নয় জঙ্গীবাদের নেত্রী। তার একটি প্রস্তাব, ক্ষমতা ছেড়ে দিন গদিতে বসি। খালেদা জিয়া চান তার ছেলেকে নিয়ে দেশ চালাতে। বাংলাদেশে হয় জঙ্গীবাদ থাকবে আর না হয় আমরা থাকবো। দুইটা এক সঙ্গে চলতে পারে না। তবে জঙ্গীবাদ দমনে আলোচনা হতে পারে।

বৃহসপতিবার বেলা দেড়টায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের সম্মেলন-২০১৪ এ প্রধান অতিথির ভাষনে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, যিনি গনতন্ত্র চায় না, রাজাকারদের নিয়ে রাজনীতি করেন তার সঙ্গে কোন আলোচনা হয় না। যুদ্ধের সময় যারা ঘুমন্ত মানুষকে হায়েনার মত হত্যা করেছে, যারা আামর মায়ের গাঁয়ে হাত তুলেছে, বাবাকে খুন করেছে এবং বোনকে অসম্মান করেছে তাদের সঙ্গে মিটমাট হয় না। আন্দোলন চলছে, চলবে। এদের বিচার কর। ফাঁসিতে ঝুলাও। যুদ্ধাপরাধীদের স্থান কারাগারে।

তথ্যমন্ত্রী বলেন, যদি বঙ্গবন্ধুকে হত্যা না করা হতো, সামরিক শাসন জারী না করা হতো তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যেতো। আমরা(জাসদ) যদি ক্ষমতায় থাকতাম তাহলে কোন গরীব থাকতনা। একটি বেকার লোকও থাকত না।

জাসদের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, জাসদ ৫নম্বর অবস্থানে রয়েছে। জাসদ জঙ্গীবাদ ও দূর্নীতির বিরুদ্ধে। আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। আমরা যত দিন বেঁচে থাকবো মৌলবাদ ও সাম্প্রদায়িকতা হতে দেবো না।

কৃষকদের প্রথম শ্রেনীর নাগরিক দাবি করে ইনু বলেন, বাংলাদেশ তিনটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। প্রথমত বিদেশ থেকে যারা কষ্ট করে দেশে টাকা প্রেরণ করছেন। দ্বিতীয়ত গার্মেন্ট শ্রমিক যারা পরিশ্রম করে টাকা উপার্জন করছেন। তৃতীয়ত; কৃষক, যারা মাথার ঘাম পায়ে ফেলে খাদ্য উৎপাদন করছেন, তারা দেশের প্রথম শ্রেনীর নাগরিক।

গাজীপুর জেলা জাসদের সভাপতি এড.আবদুর রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক মন্ডল বাচ্চুর সঞ্চলনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হক প্রধান এমপি, লুৎফা তাহের এমপি, কামাল আহমেদ নান্নু, জাসদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু ও গাজীপুর জেলা জাসদের যুগ্ম সম্পাদক সামসুদ্দিন আহমেদ প্রমূখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *