বিধি-নিষেধের মেয়াদ বাড়ল এক মাস, খোলা থাকবে সব অফিস

Slider সারাদেশ

ঢাকাঃ করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সারা দেশে চলমান বিধি-নিষেধের মেয়াদ এক ধাক্কায় এক মাস বাড়িয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে সব অফিস খুলে দেয়া হয়েছে।

আগের বিধি-নিষেধের মেয়াদ শেষ হওয়ার দিন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে সময়সীমা এক মাস বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বিধি-নিষেধের সময়সীমা এক সপ্তাহ করে বাড়ানো হচ্ছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সব বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় শর্ত যোগ করে মেয়াদ ১৬ই জুন মধ্যরাত থেকে ১৫ই জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ১৪ই এপ্রিল থেকে দেশে বিধি-নিষেধ আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *