মৌসুমি বৃষ্টির হানা থাকবে আরও কয়েকদিন

Slider জাতীয়


ঢাকা: পশ্চিমা লঘুচাপের সাথে পূর্ব দিকের বাতাসের সংমিশ্রণে সারা দেশে বজ্রমেঘের সৃষ্টি হয়েছে। এ কারণে বৃষ্টি হচ্ছে যা থাকতে পারে আরও কয়েকদিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভারি বর্ষণে নাকাল জনজীবন। শনিবার রাজধানী ঢাকার পর আজ বৃষ্টিতে জলাবদ্ধ নগরিতে পরিনত হয়েছে বন্দর নগরী চট্টগ্রাম।

সারা দেশজুড়ে চলছে থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও রূপ নিয়েছিলো মাঝারি থেকে ভারি বর্ষণে। বজ্রপাতে ঘটেছে মৃত্যুর ঘটনাও।

আগামী ২৪ ঘটার পূর্বাভাস বলছে ঢাকা, ময়মনসিং, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগতো বটেই রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষনের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুর সংমিশ্রণে সারা দেশে বজ্রমেঘের সৃষ্টি হয়েছে, যার ফলে বৃষ্টি হচ্ছে। যা থাকতে পারে আরও কয়েকদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *