প্রতি ডোজ ৮৫০ টাকায় চীন থেকে ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন

Slider ফুলজান বিবির বাংলা

চীনের সিনোফার্ম থেকে প্রতি ডোজ ৮৫০ টাকায় দেড় কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত সচিব শাহিদা আকতার।

প্রতি ডোজ ভ্যাকসিন ১০ ডলারে কেনা হবে। যা ১ ডলারের বিপরীতে ৮৫.০৫ টাকা হিসাবে বাংলাদেশি টাকায় পড়বে ৮৫০ টাকা।

তিনি বলেন, ‘জুন, জুলাই ও আগস্টের প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন আসবে।’

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) জন্য ৫৪ কোটি টাকায় নয়টি প্রতিষ্ঠান থেকে ছয় লাখ আরটি-পিসিআর টেস্ট কিট কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড কিনে এতদিন টিকাদান চালিয়ে আসছিল বাংলাদেশ। সব খরচ মিলিয়ে ওই টিকার দাম পড়ে ৫ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *