খুঁজে পাওয়া যাচ্ছে না অমিত শাহকে, পুলিশে ডায়েরি

Slider টপ নিউজ


খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহকে। গতকাল বুধবার এই মর্মে দিল্লি পুলিশের কাছে নিখোঁজ-ডায়েরি করেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’ বা (এনএসইউআই) সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা।

তিনি বলেন, ‘দেশের সংকটময় এই মহামারি পরিস্থিতিতে রাজনীতিকদের উচিত নাগরিকদের সুরক্ষা প্রদান করা। পালিয়ে যাওয়া নয়।’

এনএসইউআই’র সর্বভারতীয় সম্পাদক ও মুখপাত্র লোকেশ চুঘের দাবি অমিত শাহের নামে নিখোঁজ-ডায়েরি করার পর তার সংগঠনের দপ্তরে কারিয়াপ্পার সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তা। তিনি বলেন, ‘২০১৩ পর্যন্ত নাগরিকদের দায়িত্ব নিতে দেখা যেত নেতা-নেত্রীদের। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সব বদলে গেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই মহামারি-কালে।’

এনএসইউআই বিবৃতিতে জানায়, ‘ভয়ঙ্কর মহামারি সঙ্গে আমরা প্রত্যেকে লড়াই করছি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে পাশে চাই। এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলেই আমরা নিখোঁজ-ডায়রি করেছি। আমরা চাই, এই সরকার জনগণের উদ্দেশে বার্তা দিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *