২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

Slider শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় গড় পাশের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।

রোববার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা এ ফলাফল দেখতে পারবে।

সারাদেশে ৩১১টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭ কলেজের তিন লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা দু’লাখ ২৬ হাজার ৪০৮ জন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১৩ হাজার ৪৭৪ জন।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh3Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd I www.nubd.info থেকে ফলাফল জানা যাবে ।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *