নাসির উদ্দিনের একমাত্র গোলে থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে বাংলাদেশের পক্ষে নাসির উদ্দিন গোল করলে বাংলাদেশ এগিয়ে যায়। এর পর খেলায় আর কোন গোল হয়নি। ৪০তম মিনিটে নাসির উদ্দিন গোলটি করেন। মামুনুল ইসলামের কর্নারে তিনি এ গোলটি উপহার দেন দলকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকালে গোল্ড কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হয় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন থাইল্যান্ড ও ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ। আগামী রবিবার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার।