২৪ ঘন্টায় করোনায় ৬৯ জনের মৃত্যু

Slider জাতীয়


ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু আরো বেড়েছে, তবে শনাক্ত কমেছে বলে রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনায় আরো ৬৯ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৫৭৯ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে।

এর আগে শনিবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৬০ জন মারা গেছেন এবং ১ হাজার ৪৫২ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৯.৬০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। মোট সুস্থ ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন। সুস্থতার হার ৯০ দশমিক ২১ শতাংশ। মৃত্যুর হার ১.৫২ শতাংশ।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেছেন, জনগণের জীবন রক্ষায় যেকোনো উপায়েই হোক করোনার টিকা সংগ্রহ করা হবে।

তিনি বলেন, ‘আমরা আরো বেশি টিকা নিয়ে আসছি। যত টাকাই লাগুক না কেন, আমরা আরো ভ্যাকসিন নিয়ে আসব। ’

করোনা মহামারি মোকাবিলায়, মানবিক সহায়তার অংশ হিসেবে নিম্ন-আয়ের প্রায় সাড়ে ৩৬ লাখ পরিবারের মাঝে নগদ ২ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ব পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৭৭০ জন।

বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ লাখ ৮৮ হাজার ৩৩১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৩ লখ ৮৯ হাজার ৬৫২ জন এবং মৃত্যু বরণ করেছে ৫ লাখ ৭৬ হাজার ৭১৯ জন।

এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ৪৩৭ জনে। দেশটিতে এপর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৭৫ জন।

ল্যাটিন আমেরিকার এই দেশটিতে করোনা মহামারির প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে মৃত্যু দেখতে পায় দেশটি।

অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন এবং মারা গেছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *