মৃত্যুপুরী ভারতে রেকর্ড সংখ্যক সংক্রমণ, এক দিনে ৪ লাখ

Slider ফুলজান বিবির বাংলা


চার লাখ ছাড়িয়ে গেল ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে তৈরি হলো নতুন রেকর্ড। ভারত তো বটেই, গোটা বিশ্বে এই প্রথম কোনো একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে চার লাখ ছাড়াল।

দৈনিক আক্রান্ত ৩ লাখ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা পৌঁছে গেল ৪ লাখে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে গত এক সপ্তাহে কীভাবে বেড়েছে দেশটির দৈনিক সংক্রমণ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে গত দু’সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। গত চার দিন ধরেই দেশটিতে মৃত্যু হচ্ছে তিন হাজারের বেশি। এভাবে বাড়তে বাড়তে ২ লাখ পেরিয়েছে মোট মৃতের সংখ্যা। করোনার জেরে দেশে এখনো অবধি প্রাণ হারিয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন।
সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *