বিএনপি সূত্রে জানা গেছে, রোববার থেকে প্রথম দফায় টানা ৭২ ঘণ্টার হরতাল, এরপর টানা ৩৬ ঘণ্টা হরতাল দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া আজ শুক্রবার মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া হবে। আগামীকাল শনিবারও হরতাল থাকার সম্ভাবনা ক্ষীণ।
গতকাল এক বিবৃতিতে রোববার থেকে কর্মসূচি আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
বিবৃতিতে তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘সময় থাকতে জনদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন, জাতিকে রক্ষা করুন, দেশ বাঁচান। জনগণের অভিপ্রায় অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা নিন, তা হলেই আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি জনগণ সহানুভূতির সাথে বিবেচনা করবে। অন্যথায় আগামী রোববার থেকে আবার কঠোর কর্মসূচি ঘোষণা দিতে আমরা বাধ্য হবো। গণতন্ত্র মুক্তি আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’
বিএনপি ও ২০ দলীয় জোটের সব নেতাকর্মীসহ দেশবাসীকে চলমান অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে উদাত্ত আহ্বানও জানান সালাহ উদ্দিন আহমেদ।
–