অস্বাভাবিক অবস্থার মধ্যে এবার পরীক্ষা নিচ্ছি: শিক্ষামন্ত্রী

Slider শিক্ষা
nahid_117026_0
এসএসসি ও সমমানের পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ না দেয়ার অনুরোধ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এবার প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এই শিক্ষার্থীরা কোন দলের নয়, তারাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে।’
তিনি বলেন, ‘অতি অস্বাভাবিক অবস্থার মধ্যে এবার আমরা পরীক্ষা নিচ্ছি।’
শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
একই সাথে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে আর হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান জানান তিনি।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও ২০-দলীয় জোটের টানা অবরোধের পাশাপাশি হরতালের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে আজ শুক্রবার ওই পরীক্ষা শুরু হয়।
নাহিদ বলেন, ‘অতি অস্বাভাবিক অবস্থার মধ্যে এবার আমরা পরীক্ষা নিচ্ছি। শিক্ষার্থীদের জীবনও হুমকির মধ্যে। এ ধরনের পরিস্থিতি অতীতে কখনোই দেখিনি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।’
এদিকে কেন্দ্রের বাইরে অবস্থান নেয়া অভিভাবকরা জানান, বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে তারা খুবই উদ্বেগের মধ্যে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *