সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আজ বিকেলে সবর্শেষ খবর জানতে ফারুকের স্ত্রী ফারহানা পাঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে এই তথ্য দেন। তিনি বলেন, ফারুকের অবস্থা আগের থেকে ভালো। ধীরে ধীরে অবস্থা উন্নতি হচ্ছে। মাঝেমাঝে সাড়াও দিচ্ছেন। তবে এখনো তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। ফারহানা পাঠান উল্লেখ করেন, একবারে ভালো একটা খবর দেশবাসীকে জানাতে চাই। অবস্থাটা আরেকটু ভালো হোক।
এই মুহূর্তে সবার কাছে ফারুকের জন্য দোয়া চাই। উল্লেখ্য, গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে আছেন ফারুক। সেখানে ডাক্তার লি’র অধীনে তার চিকিৎসা চলছে। গত ১৫ই মার্চ খিচুনি হওয়ার পর ফারুকের মস্তিস্কে একটি সিজার করা হয়েছিল। তারপর তার নড়াচড়া এবং কথা বলা সীমিত হয়ে পড়েছিল। এরপর আইসিইউতে পাঠানো হয়। ১৮ মার্চ অবস্থার উন্নতি হলে কেবিনে পাঠানো হয়। ২১ মার্চ অচেতন হয়ে পড়লে আবারও আইসিইউতে পাঠানো হয় এ অভিনেতাকে। দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ফারুক। সবশেষ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। নিয়মিত চেকআপের জন্য ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।