ঢাকাঃ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। মোদী বিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলা হয়েছিল। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন মানবজমিনকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।