হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে আটকের অভিযোগ করেছে সংগঠনটি। মানবজমনিকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাখী। তিনি বলেন, শুক্রবার বিকালে মাওলানা যুবায়ের আহমদকে ডিবি পরিচয়ে তার লালবাগের বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মহানগর গোয়েন্দা পুলিশের কোন মন্তব্য পাওয়া যায়নি।