স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করা জনগণের মৌলিক অধিকার : রব

Slider রাজনীতি

106582_rab

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, যেকোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করা জনগণের মৌলিক অধিকার। কাউকে সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে না দেয়া হলে এমনিতেই তারা গোপন অবস্থানে চলে যাবে। এতে পরিস্থিতির আরো অবনতি ঘটবে।

তিনি বলেন, বর্তমান সঙ্কটের মূলে রয়েছে পঞ্চদশ সংশোধনী, ৫ জানুয়ারির নির্বাচন এবং সবশেষে বিএনপিকে সমাবেশ করতে না দেয়া।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, সরকার রাজনৈতিক গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্যা সমাধানের পথ ভুলে গেছে। সরকার অবাধ নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে।

তিনি বলেন, জুলুম চালিয়ে এই সঙ্কটের সমাধান করা যাবে না। সরকারকেই ছাড় দিতে হবে, তাদের হাতেই রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ফলে সরকারকেই এগিয়ে আসতে হবে। তবে দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না।

আজ জাতীয় প্রেস কাবের তৃতীয় তলায় অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে একথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্টির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *