আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে চ্যালেঞ্জ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। মঙ্গলবার এক টিভি অনুষ্ঠানে খন্দকার মাহবুব হানিফকে উদ্দেশ্যে করে বলেন, আপনার ক্ষমতায় টিকে আছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে। সাহস থাকলে আসুন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদ দিয়ে একদিন মাঠে নামুন। দেখি কাদের প্রতি জনসমর্থন বেশি। জবাবে মাহবুব উল হানিফ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। মাহবুব সাহেবের বক্তব্যে তা আবারও স্পষ্ট হয়েছে। তিনি বলেন, গত তিনটি নির্বাচনেই বিএনপি ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছে। তারা যদি সহিংসতায় জড়িয়ে পড়ে তাদের দমন করতে একটু সময় লাগবে। কোন ধরনের সংলাপের সম্ভাবনাও আবার নাকচ করে দেন হানিফ। তিনি বলেন, খন্দকার মাহবুব হোসেন নির্লজ্জ মিথ্যাচার করছেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, আমি মাহবুব উল আলম হানিফের অশালীন বক্তব্যের নিন্দা জানাই। তিনি বলেন, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন আন্দোলন চলবে। খালেদ মুহিউদ্দীনের সঞ্চলনায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওই অনুষ্ঠানে স্কাইপের মাধ্যমে আলোচনায় অংশ নেন খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উল আলম হানিফ।