গত ৪ জানুয়ারি মতিঝিল এজিবি কলোনির সামনে একটি প্রাইভেটকার পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
পল্টন থানায় তিন দিনের রিমান্ড শেষে মতিঝিল থানার এ মামলায় তাকে শ্যোন এরেষ্ট দেখিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করে।
আজ মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম এমদাদুল হক শুনানি শেষে জামিন আবেদন নাকোচ করে পাঁচ দিনের রিমান্ড দেন।
আদেশ শুনে মির্জা ফখরুল আশ্চর্য হয়ে বলেন, ন্যায় বিচার নেই, আমি আল্লাহর কাছে বিচার চাই।