প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩১ ইউপি চেয়ারম্যান

Slider জাতীয়
India’s Prime Minister Narendra Modi gestures as he addresses a public meeting ahead of Assam Assembly elections, in Bokakhat on March 21, 2021. (Photo by Biju BORO / AFP)

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৩৫৩ প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে ৫৮ জন এবং সদস্য (মেম্বার) পদে ২২৫ জন রয়েছেন।

শুক্রবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই করে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিতের সংখ্যা ২৭ থেকে বেড়ে ৩১-এ পৌঁছল। রোববার এসব তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির কর্মকর্তারা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, চাইলে তারা আপিল করতে পারবেন। সেখানেও সন্তুষ্ট না হলে এ বিষয়ে আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্রজমা দেয়ার শেষ দিন চেয়ারম্যান পদে ১ হাজার ৭৫২ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে স্বতন্ত্র ১ হাজার ৯৯ ও দলীয় প্রার্থী ৬৫৩ জন।

এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৪ হাজার ৪৩৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) পদে ৪ হাজার ৩০৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে চেয়ারম্যান পদে ১ হাজার ৬৮০টি, সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৪ হাজার ২০৬ এবং সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) পদে ৪ হাজার ২৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৩৫৮ প্রার্থী মনোনয়ন জমা দেন। তাদের মধ্যে বাছাইয়ে চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২২৭টির মধ্যে ১০টি, জাপার ৩২টির মধ্যে ২টি মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৫৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *