কালিগঞ্জের ৬ ইউনিয়নে ২১ চেয়ারম্যান প্রার্থী

Slider গ্রাম বাংলা

গাজীপুরঃ কালীগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাকের পার্টি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র সহ ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তুমলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন । তারা হলেন – আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু বকর বাক্কু ও জাকের পার্টির মো.মনিরুজ্জামান।

বক্তারপুর ইউনিয়ন পরিষদে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন । তারা হলেন -আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আকন্দ ফারুক, স্বতন্ত্র কাজী মাহবুব হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুস সাত্তার শেখ, জাকের পার্টির মো.মুরাদ হোসেন ।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন । তারা হলেন – আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী সারওয়ার হোসেন, স্বতন্ত্র আবদুল জলিল ও মো.নেছার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমানুল্লাহ দর্জি, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল্লাহ আল মাদানী খান ।

বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন । তারা হলেন – আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দীন আহমেদ, স্বতন্ত্র মো.জয়নাল আবেদীন শেখ , জাকের পার্টির মো.আনোয়ার।

জামালপুর ইউনিয়ন পরিষদে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন । তারা হলেন – আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.মাহবুবুর রহমান খান, স্বতন্ত্র মো.খাইরুল আলম ও হারুন অর রশিদ দেওয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাজমুল আহমেদ মস্তফা ও জাকের পার্টির মো.সাহাব উদ্দিন মোড়ল।

মোক্তারপুর ইউনিয়ন পরিষদে দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন । তারা হলেন – আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো.আব্দুল ছালাম প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *