উত্তরা ইউনিভার্সিটিতে আবহমান বাংলার পিঠা উৎসব শনিবার

Slider শিক্ষা

16176084_1845310052382704_1490115715_n

 

 

 

 

 

 

 

 

 

সোলায়মান সাব্বির: ২১ জানুয়ারী শনিবার দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হবে।  আবহমান বাংলার ঐতিহ্যৃ ও সংস্কৃতিকে  লালন ও করতেই  শীতকালীন ওই পিঠা উৎসবের   আয়োজন করছে   উত্তরা ইউনিভার্সিটি।

জানা গেছে, রাজধানী ঢাকার উত্তরা মডেল টাউনের ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে ইউনিভার্সিটির ক্যম্পাসে ওই  উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে গ্রামীন বিভিন্ন ধরণের পিঠা প্রদর্শন করা হবে।  অংশগ্রহনকারীরা ওই ঐতিহ্যৃবাহী গ্রামীন পিঠা খেতে পারবেন।

উৎসবকে প্রাণবন্ত করতে অনুষ্ঠিত হবে ক্লোজআপ ওয়ানের এক ঝাঁক তারকার অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে ওই উৎসবকে ঘিরে উত্তরা ইউনিভার্সিটিতে চলছে সাজ সাজ রব। চারিদিকে আনন্দ আর উৎসবের আগামনী বার্তা যেন শিক্ষার্থী, শিক্ষক, কর্তৃপক্ষ ও শুভানুধ্যায়ীদের মাঝে   এক অন্যরকম  প্রান চানচাঞ্চল্য সৃষ্টি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *