দিনাজপুরে ৪ দিন ব্যাপী গম ও ভুট্টা প্রযুক্তি মেলা-২০২১ উদ্বোধন

রংপুর


দিনাজপুরঃ আজ সোমবার ৪ দিন ব্যাপী গম ও ভুট্টা প্রযুক্তি মেলা-২০২১ শুরু হয়। উক্ত মেলায় প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষি মন্ত্রী কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ইকবালুর রহিম, এমপি ও হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, জনাব মোঃ মেজবাহুল ইসলাম, সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়, জনাব মোঃ আরিফুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, ড. অমিতাভ সরকার, চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এছাড়াও স্থানীয় প্রশাসন সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন জনাব মোঃ এছরাইল হোসেন, মহাপরিচালক বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। মাননীয় মন্ত্রী মহোদয় ও বিশেষ অতিথি বৃন্দসহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন, এ সময় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)”র কার্যক্রম ও স্টল পরিদর্শন করছেন স্টলে সংস্থার ইএসডিও-এস‌ইপি প্রকল্প থেকে উৎপাদিত ফুল গ্রেইন চাল, প্রচলিত এবং অপ্রচলিত কৃষিপণ্য সহ পাটজাত পণ্য প্রদর্শিত হচ্ছে। এসময় মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুল গ্রেইন চাল সম্পর্কে বিস্তারিত বলেন ইএসডিও এপিসি মোঃ আইনুল হক, (ফোকাল পার্সন) ও ইএসডিও-এস‌ইপি প্রজেক্ট ম্যানেজার আবু বককর সিদ্দিক (আবু)। তিনি ফুল গ্রেইন চাল সম্পর্কে শোনেন এবং এর প্রশংসা করে ইএসডিও কে ধন্যবাদ জানান মানুষের জন্য পুষ্টিকর এই ফুল গ্রেইন চাল উৎপাদন করার জন্য। তিনি বলেন এটা খুবই ভালো উদ্যোগ, আমি আশা করব এই পুষ্টিকর ফুল গ্রেইন চাল সারা দেশে বাজারজাত করা যায়।

সব শেষে তিনি ইএসডিও কার্যক্রম দেখে সন্তুষ্ট হয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্টল ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *