আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ! বললেন আঃলীগ নেত্রী

Slider রাজনীতি

ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে এক আওয়ামিলীগ নেত্রী নিজ ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন। নীচে হুবহু তুলে ধরা হল।

আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ!
নাজনীন আলমের এলাকা, তাই কোন উন্নয়ন হবে না!!

ছবিটি আমার নিজ এলাকা গৌরীপুর উপজেলার শৌলগাই গ্রামের। পাশেই আছে একটি প্রাথমিক বিদ্যালয়। এখানে ব্রীজ না থাকায় কয়েক গ্রামের হাজার হাজার মানুষ এবং স্কুলের শিশু বাচ্চাদের চলাচলে ভিষণ কষ্ট হচ্ছে। ছবির এই সাঁকুটি মাত্র তেরশত টাকা ব্যয়ে আমি নির্মান করে দেই ২০১৭ সালে। সেসময়ে একটি ব্রীজ করার অনুরোধ জানিয়ে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্টও দিয়েছিলাম। এলাকাবাসীও কম চেষ্টা করেননি। কিন্ত আজো কোন ফল হয়নি। উল্টো আমার এলাকাবাসী জনপ্রতিনিধির কাছে গেলে বলা হয়েছে “এটা নাজনীন আলমের এলাকা, এখানকার রাস্তাঘাট এবং ব্রীজসহ কোন উন্নয়ন হবে না। তোমরা চলে যাও।” শুধু তাই নয়, গুটি কয়েকজন সুবিধাবাদী ও তোষামোদকারী ব্যতিত গৌরীপুরের দলীয় নেতাকর্মীরা আজ বঞ্চিত। এছাড়া, আমার কর্মী সমর্থকরাও দীর্ঘকাল ধরে দলীয় সকল সুবিধা হতে বঞ্চিত ও অবহেলিত।

রাজনীতি করা এবং আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া যদি আমার অন্যায় হয়, তাহলে সে দোষ আমার। কিন্তু আমি তো দল থেকে একটি পয়সারও সুবিধা নেইনি। আমার এলাকার জনগনের উন্নয়নটা কেবল চেয়েছি৷ সেটা কি আমার অপরাধ? নিরীহ গ্রামবাসী তো কোন অপরাধ করেন নাই! তাদেরকে কেন উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে? শুধু আমাদের এলাকাতেই না, সারা দেশের অনেক এলাকার চিত্রও এখন এরকমই। নব্যলীগ, তেলবাজ এবং সুবিধাবাদীদের দৌরাত্মে প্রকৃত আওয়ামী লীগ আজ নির্বাসনে। আওয়ামীলীগের শত্রু এখন আওয়ামী লীগ!

দেখার কি কেউ নেই?

নাজনীন আলম
কার্যনির্বাহী সদস্য
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *