শ্রীপুরে কমিউটার ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ দগ্ধ ৪, আহত ৫

Slider জাতীয়

train 14-10-13
শারমিন সরকার ও রাতুল মন্ডল
শ্রীপুর অফিস: ঢাকা থেকে ছেঁড়ে আসা ময়মনসিংহ গামী কমিউটার এক্সেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌছার পূর্ব মুহুর্তে পয়েন্টের কাছে শাল বনের ভিতর থেকে অজ্ঞাত নামা নাশকতাকারীরা ট্রেনের ইঞ্জিন লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ৪জন দ্বগ্ধ ও ৫ জন আহত হয়েছেন।

সোমবার আনুমানিক বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় শ্রীপুর রেলওয়ে স্টেশনে দক্ষিন সিগনালে ওই ঘটনা ঘটে।

এতে ট্রেনের ইঞ্জিনে থাকা যাত্রীদের মধ্যে চার জন দগ্ধ হয় এবং আতক্ষে হুরোহুরি করে নামতে গিয়ে আনুমানিক৫ জন যাত্রী আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

আহত এবং দগ্ধদেরকে স্থানীয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও, দগ্ধদের কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজে বার্ণ ইউনিটে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

এব্যাপারে কমিউটার ট্রেনের পরিচালক বকুল চন্দ্র কর্মকার জানান ট্রেনটি শ্রীপুর স্টেশনে পৌছার পূর্ব মুহুর্তে দুই পাশ থেকে উৎপেতে থাকা দূর্বৃত্তরা কমিউটার ট্রেনের ইঞ্জিন লক্ষ করে পেট্রোল বোমা ছোড়ে।

এতে করে ইঞ্জিনে আগুন লেগে গেলে লগো (মাস্টার) লুৎফর রহমান ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুণ নিভিয়ে ফেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *