মুজিব বর্ষের অঙ্গিকার বাস্তবায়নে কাজ করছে সরকার নারী দিবসে মহিলা সাংসদ

জাতীয় ফুলজান বিবির বাংলা


রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ মুজিব বর্ষের অঙ্গিকার বাস্তবায়নে ও সমাজের পিছিয়ে পড়া অবহেলিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার।
গাজীপুরের শ্রীপুরে নারী দিবসে ৩০জন অবহেলিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ কালে এইসব কথা বলেন সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা রুমানা আলী টুসি।
(৮ মার্চ সোমবার) বিকেলে শ্রীপুর ভবনে নারী দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত সাংসদ এডভোকেট রহমত আলীর স্ত্রী নাদিরা রহমতের সভাপতিত্বে, সেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ কেন্দ্রিয় কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা রুমানা আরী টুসি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন,সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন, জেলা পরিষদ সদস্য আনোয়ার সরকার, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সাত্তার আবুল, কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকিরুল হাসান জিকো প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা আলী টুসি বলেন, মুজিব বর্ষে সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। এলক্ষ্যেই এ সেলাই মেশিন বিতরন করা হয়। এছাড়াও নিজ উদ্যোগে সাংসদ ৪জন হতদরিদ্র নারীদের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *