‘আমাকে নির্যাতন করা হয়েছে, বাসায় যাওয়ার মতো অবস্থায় নেই’

Slider ফুলজান বিবির বাংলা

গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ মাস কারাভোগের পর আজ মুক্তি পান তিনি। মুক্তি পাওয়ার পরপরই মোবাইল ফোনে তিনি ঢাকার ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে বলেন, মাত্র কারাগার থেকে বের হয়েছি। বড় ভাইয়ের সঙ্গে হাসপাতালে যাব। তবে, হাসপাতালে যাওয়ার আগে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে দেখা করে, পরামর্শ করে, তারপর হাসপাতালে যাব। হাসপাতালে কেন, বাসায় যাবেন না-এমন প্রশ্নের উত্তরে কিশোর বলেন, আমি তো বাসায় যাওয়ার মতো অবস্থায় নেই। গ্রেপ্তারের পর আমাকে নির্যাতন করা হয়েছে। বাম পায়ে এখনো ব্যথা।

ভালোমতো হাঁটতে সমস্যা হয়। দাগ রয়ে গেছে। আমার কানে আঘাত করা হয়েছে। এখনো কান থেকে পুঁজ বের হচ্ছে। শুনতে অসুবিধা হয়। কারাগারে চিকিৎসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কী বলব! আমার অল্প ডায়াবেটিস ছিল। কারাগারে অব্যবস্থাপনার মধ্যে থেকে, চিকিৎসা না পেয়ে সুগার লেভেল অনেক বেড়ে গেছে। শরীর অনেক দুর্বল হয়ে গেছে। শারীরিক ও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি। এখন বড় ভাইয়ের সঙ্গে হাসপাতালে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *