গাজীপুরে কিন্ডারগার্টেন স্কুলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

Slider শিক্ষা


গাজীপুর: প্রতিশ্রুতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ ইকবালকে স্কুল খোলা রাখায় দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডের চতর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিশ্রুতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ ইকবাল জানান, অভিভাবকদের অনুরোধক্রমে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক বাড়ির কাজ দেয়ার জন্য পঁচিশ থেকে ত্রিশজন শিক্ষার্থী বিদ‍্যালয়ে উপস্থিত ছিল।

তিনি আরো জানান, গত প্রায় এক বছর করোনা মহামারির জন্য বিদ‍্যালয় বন্ধ আছে। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় টিউশন ফি আদায় করা যাচ্ছে না। এই মূহুর্তে জরিমানা মানে মরার উপর খাড়ার ঘা।

বিদ‍্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭০ জন শিক্ষার্থী রয়েছে। এখানে সাতজন শিক্ষক কর্মরত আছেন।

নির্বাহী ম‍্যাজিস্ট্রেট গাজীপুর মোবাইল কোর্ট পরিচালনা করেন। জরিমানার টাকা স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ ইকবালের কাছে না থাকায় তার প্রতিবেশি সম্রাট নামের একজন টাকা পরিশোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *