বিএনপির আরো ৯ নেতাকর্মী রিমান্ডে

Slider রাজনীতি

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে গোলযোগ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির আরো ৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আদেশ দেন। একই মামলায় গত ১৪ই ফেব্রুয়ারি বিএনপির ২৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে ৩৮ বিএনপি নেতাকর্মীকে রিমান্ডে নেয়া হলো। রিমান্ডে যাওয়া ৯ আসামি হলেন মশিউর রহমান, রাকিবুল হাসান, তারিকুল, আবুল হোসেন, সাফায়েত হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, সালমান হোসেন ও রাসেল। আসামিদের মধ্যে প্রথম পাঁচ জন শাহবাগ থানায় দায়ের করা মামলার আসামি। তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান। পরের চার জন রমনা থানা মামলার আসামি।

তাদের সাত দিন করে রিমান্ড চান এসআই সহিদুল ওসমান মাসুম।

এর আগে গত ১৩ই ফেব্রুয়ারি, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ডাকে বিএনপি। পুলিশের দায়ের করা মামলায় বলা হয়, প্রেস ক্লাবের সামনের সড়কে যানচলাচল অব্যাহত রাখতে পুলিশ রাস্তা একটু ছেড়ে দিয়ে দাঁড়াতে বললে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। এসময় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *