খালেদা জিয়া বন্দী মানেই গণতন্ত্র বন্দী—-ডা.মাজহার

Slider ফুলজান বিবির বাংলা


গাজীপুর: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী গাজীপুরে বেগম খালেদা জিয়ার কারাবন্দীর তিন বছর পুর্তিতে মহানগর অফিস প্রাঙ্গনে তাঁর মুক্তির জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর ও জেলা বিএনপির যৌথ বিক্ষোভে সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম, মহানগর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব সোহরাব উদ্দিন, জেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ,মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শাহীন প্রমুখ।

বিশেষ অতিথি ডা.মাজহারুল আলম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাঁর স্বামী,সন্তান,পরিবার সবকিছুর মায়া ত্যাগ করেছেন, তিনি তাঁর জীবন যৌবনকে গণতন্ত্রের জন্যই উজার করে দিয়েছেন। আজও গণতন্ত্রের কান্ডারী খালেদা জিয়া জেলখানায় কারাগারে বন্দী। খালেদা জিয়া বন্দী মানেই গণতন্ত্র বন্দী। অতি শিগ্রই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করা হবে, ইনশাল্লাহ।

বিক্ষোভের পরে গাজীপুর মেট্রোথানা বিএনপির মাধ্যমে সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় গরীবদের মধ্যে কম্বল বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *