আমি গরিব পরিবারের মেয়ে, পড়ার বই ছিল না, অন্যের নোটস ধার করে পড়তাম

Slider টপ নিউজ


কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ আবেগঘন হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তফসিলি জাতি ও উপজাতিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মমতা বলেন, আমি গরিব পরিবারের মেয়ে৷ পড়ার বই ছিল না৷ কেউ আমাকে বই দিতো না৷ অন্যের নোটস ধার করে পড়তাম ৷ রাত তিনটায় ঘুম থেকে উঠে রান্না করতাম পরিবারের সকলের জন্য৷ কারণ মাকে কিছু করতে দেব না৷

আপনাদের মতো দারিদ্র্যকে আমি চিনি৷ বিজেপি নানাভাবে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে৷ লাভ হবে না৷ কারণ বাংলার মানুষ আমাকে চেনেন৷ তাঁরা জানেন, আমি পাশের বাড়ির মেয়ে৷ বিজেপির পক্ষে এই ইমেজ ভাঙা সম্ভব হবে না৷ আমি মানুষের পাশে ছিলাম, থাকবো৷ মানুষের দারিদ্রের অভিশাপ আমি জানি৷ তাই নানা প্রকল্প নিয়ে আসি৷ আরও দেবো আমি৷ ভোট ভিক্ষা করার জন্যে আমি এখানে আসিনি, শুধু চাই আপনারা আমার পাশে, আমার সঙ্গে থাকুন৷ ক্ষমতায় আমরাই আসবো, যতই লোকে দিবাস্বপ্ন দেখুক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *