শীতে কাঁপছে উত্তরাঞ্চল, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


প্রচন্ড শীত আর শৈত্য প্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল। বিপর্যস্ত হয়ে পড়েছে, জনজীবন। প্রাণিকুল হয়ে পড়েছে নাকাল। যবুথবু অবস্থা। আজ রোববার দিনাজপুরের তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও রংপুরে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। দিনাজপুর, রংপুর, পঞ্চগড়,ঠাকুরগাঁও এর উপর দিয়ে বইছে শৈত্য প্রবাহ। হিমেল হাওয়া ও কনকনে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ অসহায় অবস্থায় পড়েছে।

তারা বের হতে পারছে না কাজে। শীতের তীব্রতায় বাড়ছে মানুষের রোগ-বালাই। কনকনে বাতাসে চরম বিপাকে পড়েছে শিশু এবং বৃদ্ধরা।
দিনাজপুর জেনারেল হাসপাতাল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অরবিন্দুশিশু হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যা বেডেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। গরম কাপড়ের অভাবে অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষ খুব কষ্টে আছে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দিনের বেলায় রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।এতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। প্রতিনিয়ত ঘটছে হতা-হতের ঘটনা। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, এ পরিস্থিতি আরো ২/৩ দিন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *