গাজীপুরে দুটি প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট

বাংলার আদালত

গাজীপুর: ২৮/০১/২০২১ তারিখ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সদর চালা এলাকা ও গাজীপুর সদর এর পুবাইল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(গ) ধারায় ২(দুটি) টি মামলায় শাহ লোহা আলী বোর্ড মিলস ও থ্রী আর অক্সসাইড ক্র্যাসিং কোং দুটি প্রতিষ্ঠান থেকে ২০০০০০(দুই) লক্ষ ও ১০০০০০(এক) লক্ষ করে মোট ৩০০০০০ (তিন) লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেছে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট আরিফুন্নাহার রিতা। মোবাইল কোর্ট পরিচালনায় পরিবেশের সহকারি পরিচালক ও ব্যাটেলিয়ন আনসার সহযোগিতা করেন।

সূত্র–ডিজিটাল সোর্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *