লক্ষ্মীপুরে শ্বাশুড়ি হত্যায় পুত্রবধূসহ ৪ জনের ফাঁসি

Slider জাতীয় বাংলার আদালত

লক্ষ্মীপুর প্রতিনিধি | লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে শ্বাশুড়ি জাকেরা বেগম হত্যা মামলায় পুত্রবধূ শারমিন আক্তারসহ ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহেনুর এ রায় প্রদান করেন। এছাড়া প্রত্যেক আসামীকে আরও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত অন্যরা হচ্ছেন পুত্রবধূ শারমিন আক্তারের সহযোগি জামাল উদ্দিন, নাজিম উদ্দিন ও জসিম উদ্দিন। তবে রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না। সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন জানান, ২০১৬ সালের ১৪ই জুলাই রাতে পুত্রবধূ শারমিন আক্তারের পরকীয়ায় বাধা দেয়ায় শ্বাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর দিন নিহতের স্বজন খোরশেদ আলম বাদী হয়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ ৪ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর ৫ মাস পর তদন্ত শেষ করে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষ করে আজ এ রায় প্রদান করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *