বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের মোবাইল ফোনের নেটওয়ার্কও বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে টেলিফোন লাইনও। সকাল থেকে কার্যালয় ও আশপাশে গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংকের সংযোগ পাওয়া যাচ্ছে না। অন্য অপারেটরের সংযোগও ঠিকমতো মিলছে না। অপারেটরদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার অফিস সংলগ্ন মোবাইলফোন নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। ফলে ওই অফিস ছাড়াও আশপাশের ২০০ মিটারের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। নির্ধারিত এলাকায় তিনটি ফোন কোম্পানীর বেশ কয়েকিট বেস স্টেশন রয়েছে। এ এলাকায় কূটনীতিকদেরও যাতায়াত রয়েছে।