গাজীপুরে জায়েন্ট গ্রুপের তিনশ শ্রমিক রক্তদিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন

জাতীয় টপ নিউজ ঢাকা

gazipur-3

তুহিন সারোয়ার, মোস্তাফা কামাল ও মোঃ জাকারিয়া,

গাজীপুর অফিস : মহানগরের রওশন সড়ক এলাকায় জায়েন্ট গ্রুপের উদ্যোগে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কমূসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে আত মানবতার সেবায় প্রায় তিনশ কমকতা, কমচারী ও শ্রমিক রক্তদান করেন।

শনিবার(৩১ জানুয়ারী) বেলা ১২টায় গাজীপুর মহানগরের রওশন সড়কে অবস্থিত জায়েন্ট গ্রপের প্রতিষ্ঠান সফি প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লিঃ নামক শিল্প প্রতিষ্ঠানে ওই কমসূচি অনুষ্ঠিত হয়।

কমসূচির মধ্যে ছিল উদ্ধুব্ধকরণ র‌্যালী, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য সেবাদান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জায়েন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান।

রক্তদান কমসূচি তত্ত্বাবধান করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অডিনেটর(ভলান্টারী ব্লাড ডোনেট প্রোগ্রাম) ডাঃ শেখ মোঃ ফয়সাল।

আরো উপস্থিত ছিলেন জায়েন্ট গ্রুপের পরিচালক আজফার হাসান, ব্যবস্থাপক(কপোরেট) এন আই চৌধুরী, সহকারী ব্যবস্থাপক(প্রশাসন) কামাল উদ্দিন খান, সহকারী নিবাহী কমকতা মোঃ বায়েজিদ আলী ও সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রমূখ।

জায়েন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান গ্রামবাংলানিউজকে জানান, এরপূবে আরো ৩বার এ ভাবে রক্তদান করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আর্তমানবতার সেবায় কাজ করছে আমাদের প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *