২৫ জানুয়ারির মধ্যেই ভ্যাকসিন আসবে : স্বাস্থ্য মহাপরিচালক

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে চলতি (জানুয়ারি) মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

সোমবার বিকেল ৪টায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সিরাম ইনস্টিটিউটের সাথে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চুক্তি হয়েছে। বেক্সিমকো আমাদের জানিয়েছে, সিরাম ইনস্টিটিউট আমাদেরকে ভ্যাকসিন দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই আমরা ভ্যাকসিন পেয়ে যাবো

এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ‘ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এটা কো-অর্ডিনেট করছেন। আজকে হয়তো ওনারা সিদ্ধান্ত জানিয়ে দেবেন।’

ভ্যাকসিন কবে আসবে- জবাবে তিনি বলেন, ‘এ মাসের মধ্যেই চলে আসবে, এটা আজকে মিটিংয়ে বলা হয়েছে। কিন্তু যেহেতু জিনিসটা ফাইনাল হয়নি… তিনি বলেছেন যে, আশা করছি এ মাসের শেষের দিকেই চলে আসবে।’

অন্যান্য সোর্স থেকে আনার বিষয়ে আলোচনা হয়েছে কি না, প্রশ্নে সচিব বলেন, ‘আমিতো বললাম, ভ্যাকসিনের বিষয়ে প্রিন্সিপাল সেক্রেটারি কো-অর্ডিনেট করছেন, তিনি জানিয়ে দেবেন। ওনারা গতকাল মিটিং করে ফেলেছেন। আমি মিটিংয়ে ছিলাম না। তিনি শুধু বলেছেন, আমরা গতকালকে মিটিং করে ফেলেছি, আশা করছি এ মাসের শেষেই পাওয়া যাবে।’

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮০৩ জনে।

এ সময়ে নতুন করে ৮৪৯ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *