ঢাকা: কেনা স্বর্ণের অলংকার ফেরত দিলে দামের ৮৫ শতাংশ অর্থ ফেরত পাবেন ক্রেতারা। আর অলংকার পরিবর্ন করতে চাইলে এখনকার মতোই ৯০ শতাংশ অর্থ পাবেন। সোমবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসছে বছরের জানুয়ারি থেকে নতুন এ সিদ্ধান্ত কার্কর হবে।
ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে রিফান্ড পলিসিতে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, এখন কেনা স্বর্ণের অলংকার ফেরত দিলে ক্রেতারা ৮০ শতাংশ অর্থথ ফেরত পান। ১লা জানুয়ারি থেকে ৮৫ শতাংশ অর্থথ ফেরত পাবেন। বাজুস থেকে ইতিমধ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও আপাতত দেশের বাজারে স্বর্ণের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
বাজুসের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার বিষয়টি আমরা নজরদারি করছি। ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে আমরা আপাতত স্বর্ণের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্ববাজারের পরিস্থিতি আরও কিছুদিন দেখতে চায়।