ঢাকা: করোনার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়লো ১৬ জানুয়ারী পর্যন্ত। শিক্ষা মন্ত্রনালয় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ই জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস নোটে বিষয়টি জানানো হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে এইচএসসি, পিইসি, জেএসসিসহ সমমানের পরীক্ষা। বাতিল করা হয়েছে প্রাইমারি ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা।