করোনা পরবর্তী সম্পর্ক শক্তিশালী করতে হাসিনা-মোদি সামিট বৃহস্পতিবার

Slider জাতীয়


করোনা পরবর্তী সময়ে সহযোগিতাকে আরো শক্তিশালী করা সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তারিত বিষয়ে ভার্চুয়াল সামিট হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। আগামী ১৭ই ডিসেম্বর এই সামিট হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ১৪ই ডিসেম্বর ইস্যু করা বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা ওই সামিটে দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত মতবিনিময় অব্যাহত আছে। ২০১৯ সালের অক্টোবরে ভারতে সরকারি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ বছর মার্চে ঐতিহাসিক মুজিববর্ষ উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারিকালে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এই দুই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *