গাজীপুরে শিবির কর্মীর ১৩ মাসের কারাদন্ড

বাংলার মুখোমুখি

10418521_1031313013552283_3133797531861373918_n(1)
গাজীপুর: গাজীপুরে পিকেটিং কালে ফারুক আহম্মেদ নামে এক শিবির কর্মীকে আটক
করে ১৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহসপতিবার(২৯ জানুয়ারী) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ডিআইও-২ ইনস্পেক্টর মমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত
করে বলেন, আজ সকালে মোগড় খাল এলাকায় বাসে ইট পাটকেল মারার সময় তাকে হাতে
নাতে আটক করে পুলিশ। সন্ধ্যায়  গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে তাকে এই
সাজা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *